আপনার বাড়ি লখনৌতে হোক বা নেল্লোরে, হাওড়ায় হোক বা সাতারায়ে, আপনি থাকেন আসল ভারতবর্ষে - উত্তর ভারতে আর দক্ষিণ ভারতে। নিজস্ব স্বাদ, সংস্কৃতি, আর ভাষা মিলিয়ে ভারতবর্ষের এই দুটি অঞ্চল নিয়েই আমাদের ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু এই যে কিছু কিছু লোক নর্থ ইস্ট নিয়ে বুক ফুলিয়ে গর্ব করে, ব্যাপারটা আসলে কি? পাত্তা দেওয়ার কি কোনও দরকার আছে?
৮. আমি তো মিউজিকের জন্যে ট্র্যাভেল করতে পারি, তবে নর্থ ইস্টে কি মিউজিক সিন বলে কিছু আছে?
৯. আমার তো মনে হয় নর্থ ইস্টের খাওয়াদাওয়ার সঙ্গে আমার খাবারের কোন মিল নেই
১০. গোটা ভারতেই তো জঞ্জাল, আবার আরেকটা নোংরা জায়গায় বেড়াতে গিয়ে কি করব?
১১. ভারতবর্ষে নারী সুরক্ষার হল তথৈবচ, অতদূরে তো অবস্থা আরও খারাপ হবে নিশ্চয়ই!
১২. কিন্তু নর্থ ইস্টে মন্দির, মনুমেন্ট বা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ কিছু নেই!
১৩. গোটা নর্থ ইস্টে সবসময় ঝগড়া
ঝাঁটি, রাজনৈতিক বাগবিতণ্ডা লেগে থাকে
১৪. আর যাই হোক, গোটা ভারতবর্ষের সঙ্গে নর্থ ইস্টের কোনও যোগাযোগ ব্যবস্থা নেই
আশা করি সার্কাজমটুকু বুঝতে পেরেছেন
এরপরেও যদি নর্থ ইস্টে বেড়াতে যাওয়ার জন্যে আপনি অনুপ্রেরণা না পান, তাহলে অন্যকিছুতে পাবেন না। ভারতবর্ষের একটি অজানা অচেনা জায়গায় ঘুরে আসুন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময়ীরূপ উপভোগ করুন, আর জানান আমাদের কেমন লাগল।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)