উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন?

Tripoto

আপনার বাড়ি লখনৌতে হোক বা নেল্লোরে, হাওড়ায় হোক বা সাতারায়ে, আপনি থাকেন আসল ভারতবর্ষে - উত্তর ভারতে আর দক্ষিণ ভারতে। নিজস্ব স্বাদ, সংস্কৃতি, আর ভাষা মিলিয়ে ভারতবর্ষের এই দুটি অঞ্চল নিয়েই আমাদের ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু এই যে কিছু কিছু লোক নর্থ ইস্ট নিয়ে বুক ফুলিয়ে গর্ব করে, ব্যাপারটা আসলে কি? পাত্তা দেওয়ার কি কোনও দরকার আছে?

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 1/34 by Aninda De
প্রকৃতির মধ্যে একটা সুন্দর অবসর (ছবি সংগৃহীত)

নর্থ ইস্ট ইন্ডিয়াকে আপনি একবারে অগ্রাহ্য করতে পারেন। কেন শুনবেন? বলছি :

১. পাহাড় পর্বত তো সব উত্তর ভারতে, নর্থ ইস্টে কি দু একটা টিলা পাওয়া যাবে?

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 2/34 by Aninda De
পাহাড়ের ঠিক মধ্যিখানে (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 3/34 by Aninda De
তাওয়াং , অরুণাচলপ্রদেশ (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 4/34 by Aninda De
সিকিমের তোসংনো লেক (ছবি সংগৃহীত)

২. বাকি ভারতবর্ষের সংস্কৃতিটাই তো আসল, নর্থ ইস্টের লোকজনের কি আর নিজস্ব কিছু আছে?

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 5/34 by Aninda De
উত্তর-পূর্ব ভারতের নিজস্ব সংস্কৃতির একটি রূপ বিহু পরব ( ছবি উইকিপিডিয়া)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 6/34 by Aninda De
মণিপুরী নৃত্য আঙ্গিক (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 7/34 by Aninda De
নাগাল্যান্ডের উপজাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষজন (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 8/34 by Aninda De
মণিপুরের উপজাতি সম্প্রদায়ের মানুষজন (ছবি সংগৃহীত)

৩. মানুষজন তো বলতে গেলে আদিম, তাদের সঙ্গে কথা বলা যাবে?

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 9/34 by Aninda De
রাজ্য অনুসারে শিক্ষার হারের পরিসংখ্যান (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 10/34 by Aninda De
মিজোরামে স্কুলের পথে মেয়েরা (ছবি সংগৃহীত)

৪. নর্থ ইস্টে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 11/34 by Aninda De
চেরাপুঞ্জিতে (মেঘালয়) অবস্থিত ডবল ডেকার লিভিং রুট ব্রিজের অংশ (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 12/34 by Aninda De
মিজোরামে অবস্থিত এক উল্লেখযোগ্য গুহা (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 13/34 by Aninda De
ভাসমান দ্বীপ, লোকটাক হ্রদ, মণিপুর (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 14/34 by Aninda De
পরশুরাম কুণ্ড, অরুণাচলপ্রদেশ (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 15/34 by Aninda De
পরিষ্কার-পরিচ্ছন্ন নদীর জল, দ্বারকী , মেঘালয় (ছবি সংগৃহীত)

৫. আর বন্যপ্রাণী বলতে তো সবই এক, নতুন আর কী পাব

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 16/34 by Aninda De
রেড পণ্ডা হল সিকিমের রাজ্য পশু (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 17/34 by Aninda De
অসমের অর্কিড ফুল (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 18/34 by Aninda De
অসমের এক শৃঙ্গবিশিষ্ট গন্ডার (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 19/34 by Aninda De
মেঘালয়তে দেখা পাওয়া যাবে এই পিচার প্ল্যান্টের (ছবি সংগৃহীত)

৬. ট্রেকিং তো হয় না, হিমাচল ছেড়ে তাহলে নর্থ ইস্টে যাব কেন!

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 20/34 by Aninda De
দেজোকু ভ্যালি ট্রেকে রয়েছে ট্রেকিং-এর ব্যবস্থা (ছবি সংগৃহীত)

৭. ক্রীড়াপ্রেমীদের আর নর্থ ইস্ট গিয়ে কী হবে

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 21/34 by Aninda De
বাইচুং ভুটিয়া জনপ্রিয় ফুটবল তারকাদের মধ্যে অন্যতম একজন (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 22/34 by Aninda De
মিজোরামের মেয়েরা ক্রীড়াপ্রেমী হয়ে থাকেন
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 23/34 by Aninda De
মেরী কম জনপ্রিয় বক্সিং প্লেয়ার

৮. আমি তো মিউজিকের জন্যে ট্র্যাভেল করতে পারি, তবে নর্থ ইস্টে কি মিউজিক সিন বলে কিছু আছে?

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 24/34 by Aninda De
মেঘালয়, শিলং-এর জনপ্রিয় মিউজিক পারফর্মমেন্স (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 25/34 by Aninda De
অরুণাচলপ্রদেশের জিরো মিউজিক ফেস্টিভাল (ছবি সংগৃহীত)

৯. আমার তো মনে হয় নর্থ ইস্টের খাওয়াদাওয়ার সঙ্গে আমার খাবারের কোন মিল নেই

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 26/34 by Aninda De
অসমের ট্রাডিশনাল খাবারের সম্ভার
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 27/34 by Aninda De
মণিপুরের সমৃদ্ধ একটি রান্নাঘর

১০. গোটা ভারতেই তো জঞ্জাল, আবার আরেকটা নোংরা জায়গায় বেড়াতে গিয়ে কি করব?

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 28/34 by Aninda De
এত সুন্দর প্রকৃতির হাতছানি কি অন্য কোথাও রয়েছে (ছবি সংগৃহীত)

১১. ভারতবর্ষে নারী সুরক্ষার হল তথৈবচ, অতদূরে তো অবস্থা আরও খারাপ হবে নিশ্চয়ই!

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 29/34 by Aninda De
মণিপুরের ইমা মার্কেট কিন্তু পুরোটাই মেয়েদের দ্বারা পরিচালিত

১২. কিন্তু নর্থ ইস্টে মন্দির, মনুমেন্ট বা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ কিছু নেই!

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 30/34 by Aninda De
অসমের প্রখ্যাত কামাক্ষ্যা মন্দির
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 31/34 by Aninda De
উজ্জয়ন্ত প্যালেস, আগরতলা (ছবি সংগৃহীত)
Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 32/34 by Aninda De
ত্রিপুরাতে অপূর্ব পাথরের শৈলী , উনাকোটি, কৈলাশেশ্বর (ছবি সংগৃহীত)

১৩. গোটা নর্থ ইস্টে সবসময় ঝগড়া

ঝাঁটি, রাজনৈতিক বাগবিতণ্ডা লেগে থাকে

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 33/34 by Aninda De

১৪. আর যাই হোক, গোটা ভারতবর্ষের সঙ্গে নর্থ ইস্টের কোনও যোগাযোগ ব্যবস্থা নেই

Photo of উত্তর বা দক্ষিণ ভারতের বাসিন্দাদের নর্থ ইস্টে যাওয়া একেবারেই অনুচিত, জেনে নিন কেন? 34/34 by Aninda De

আশা করি সার্কাজমটুকু বুঝতে পেরেছেন

এরপরেও যদি নর্থ ইস্টে বেড়াতে যাওয়ার জন্যে আপনি অনুপ্রেরণা না পান, তাহলে অন্যকিছুতে পাবেন না। ভারতবর্ষের একটি অজানা অচেনা জায়গায় ঘুরে আসুন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময়ীরূপ উপভোগ করুন, আর জানান আমাদের কেমন লাগল।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads