ট্রেকিং প্রিয় মানুষের জন্য উত্তর-পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ পথের হদিশ

Tripoto

ভারতের উত্তর পূর্ব অংশ নিঃসন্দেহে দেশের মধ্যে সবচেয়ে উপেক্ষিত এবং অনাবিষ্কৃত অংশ। মায়াবী হ্রদ আর জঙ্গল ভরা এবং অজানা পথের মধ্যে এখানে এমন অনেক স্থান রয়েছে, যা এই অঞ্চলটিকে পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয় করে তুলেছে... দেশের ট্রেকিংপ্রেমীদের কাছে আজকাল ভীষণ ভাবেই প্রিয় হয়ে উঠেছে এই স্থানগুলো।

যদি আপনি উত্তর-পূর্ব ভারতে যাত্রা করার পরিকল্পনা করে থাকেন তবে নিচের এই ট্রেকগুলি কোনও ভাবেই মিস করবেন না

১। গোয়েচালা

সময় লাগবে : ৬ দিন

অসুবিধা: পরিমিত

নর্থ ইস্টের ট্রেকের তালিকার মধ্যে সবচেয়ে প্রথম হল গোয়েচালা ট্রেক। এই ট্রেকের রুট হল

ইউকসম-ফ্র্যামরং-দুবডি মনেস্ট্রি- বাখিম অথবা তাশোখা (১৬ কিমি, ৬-৭ ঘণ্টা), ভায়া সাছেন-বাখিম-জঙরা (১১ কিমি, ৫-৬ ঘণ্টা),- থাঙ্কসিং ( ১০ কিমি, ৫ ঘণ্টা)- লামনি (৬ কিমি, ৩ ঘণ্টা), গোয়েচলা পাস (৪৯৪০ মিটার) - সমিতি লেক- তাশোখা

পাহাড়ঘেরা উপত্যকাভূমি (ছবি : সংগৃহীত)

Photo of Goecha La, Sikkim by Saheli Bera

২। সিকিম, মাইনাম লা ট্রেক

রুট: ১০৬০০ ফুট উচ্চতাতে অবস্থিত রাবাংলা- মাইনাম শৃঙ্গ ভায়া ভালাদুঙ্গা-রাবাংলা... এইভাবেই আপনার ট্রেকিংয়ের পথটি সম্পন্ন হবে।

স্ফটিক স্বচ্ছ জল এবং পাহাড়ি উপত্যকা (ছবি : সংগৃহীত)

Photo of Sikkim, India by Saheli Bera

৩। সিঙ্গালিলা পাস

নর্থ ইস্টের ট্রেকের তালিকাতে পরের ট্রেকটি হল ফুকতে দারা ট্রেক

রুট: উত্তরে- চেওয়াভাঞ্জাং পাস (১০ কিমি, ৬ ঘণ্টা), সিঙ্গালিয়া টপ (৩৬৬০ মিটার)- কালিজ়ার-ফুকতে দারা- কালিজ়ার হয়ে আচালে আসতে হবে উত্তরে হয়ে...

প্রকৃতির মনোরম দৃশ্য (ছবি : সংগৃহীত)

Photo of Singalila Pass, Uttarey, Sikkim, India by Saheli Bera

৪। সান্দাকফু

রুট: জাউভারি- তামলিঙ- কালিপখরি-সান্দাকফু-সাবারগ্রাম- গোর্খে ভায়া ফালুট-সেপি ভায়া রামাম। মোটামুটি এই রুট আপনাকে ফলো করতে হবে।

বরফ ঢাকা পাহাড়ি উপত্যকা (ছবি : সংগৃহীত)

Photo of Sandakphu, Nepal by Saheli Bera

৫। চেরাপুঞ্জি

নর্থ ইস্টের সবথেকে সুন্দর ট্রেকগুলির মধ্যে একটি হচ্ছে লিভিং রুট ব্রিজ ট্রেক।

রুট: চেরাপুঞ্জি- তীর্ণা গ্রাম- নিয়াংরত গ্রাম- লিভিং রুট ব্রিজ- নিয়াংরত গ্রাম- তীর্ণা গ্রাম- চেরাপুঞ্জি (১০ কিমি, ৬ ঘণ্টা)

পাহাড়ি ঝরণা আর পাহাড়ি উপত্যকাভূমির এক ছবি (সংগৃহীত)

Photo of Cherrapunji‎, Meghalaya, India by Saheli Bera

৬। জুকৌ ভ্যালি

তালিকার মধ্যে সর্বশেষে আসে জুকৌ ভ্যালি ট্রেকের কথা।

শেখাকেই বেস ক্যাম্প- জুকৌ ভ্যালি- শেখাকেই বেস ক্যাম্প (১২ কিমি/ ৬ ঘণ্টা)

জুকৌ ভ্যালির সৌন্দর্য (ছবি : সংগৃহীত)

Photo of ট্রেকিং প্রিয় মানুষের জন্য উত্তর-পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ পথের হদিশ by Saheli Bera

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)