এবার আর ভিসা বাতিলের কারণে বিদেশ ভ্রমণ অসম্পূর্ণ থাকবে না... ঘুরে আসুন এই মন্দিরগুলো থেকে...

Tripoto
Photo of এবার আর ভিসা বাতিলের কারণে বিদেশ ভ্রমণ অসম্পূর্ণ থাকবে না... ঘুরে আসুন এই মন্দিরগুলো থেকে... 1/1 by Deya Das
ছবি সংগৃহীত

অনেকদিন ধরে বিদেশ ভ্রমণ করবেন ভাবছেন? কিন্তু ভিসা বাতিলের কারণে বিদেশ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাচ্ছে? আমাদের বিশ্বাস ভগবানের কাছে যা কিছু মন থেকে চাওয়া যায় তাই পূরণ হয়। ভারতের এই মন্দিরগুলি ভ্রমণ করে আপনি ভিসা লাভ করতে পারেন।

১. চিলকুর বালাজি মন্দির-

আপনি যদি ইউনাইটেড স্টেটস ভ্রমণ করবেন বলে ভাবছেন কিন্তু ভিসার কারণে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না তাহলে একটা ছোট্ট ছুটি নিয়ে চিলকুর বালাজি মন্দির ঘুরে আসুন। স্থানীয় মানুষের মতে এই দেবতা হলেন ভিসার দেবতা। একসময় কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভিসা না পাওয়ায় এই মন্দির দর্শন করার পর অবিশ্বাস্য ভাবে ভিসার আবেদন মঞ্জুর হয়ে যায়।

২. গুরুদ্বারা তালহান সাহিব জী-

জলন্ধরের তালহান সাহিবজীকেও ভিসা দেবতা হিসেবে মান্য করা হয়। প্রায় ১৫০ বছরের প্রাচীন এই গুরুদ্বারাটি তালহান শহরে অবস্থিত। এখানে মানুষ ভিসা প্রাপ্তির জন্য ভগবানের উদ্দেশ্যে খেলনা এরোপ্লেনও উৎসর্গ করেন।

৩. চমৎকারি ভিসা ওয়ালে হনুমান মন্দির-

দিল্লির নেব সারাই অঞ্চলে অবস্থিত এই হনুমান মন্দিরটি কে ভিসা দেবতা মনে করা হয়। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হওয়ার পর মন্দিরের রেজিস্টারে ভগবানকে ধন্যবান জানানোর রীতি রয়েছে। এছাড়াও এই বার্তা সংকলনের জন্য মন্দির কর্তৃপক্ষ কর্মী নিয়োগ করে থাকেন।

৪. প্রাচীন হনুমান মন্দির-

দিল্লির কোন্নাট অঞ্চলের দর্শনীয় স্থান হল প্রাচীন হনুমান মন্দির। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মন্দিরটি দিল্লির সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম। এখানে মানুষ শুধুমাত্র ভিসার আবেদন মঞ্জুর হওয়ার আশায় দীর্ঘসময় লাইনে অপেক্ষারত থাকেন ।

৫. হনুমান মন্দির-

আমেদাবাদের চমৎকারিক শ্রী হনুমানজী মন্দিরটিতেও পর্যটকরা ভিসা প্রাপ্তির জন্য ভিড় করেন। এই ছোট্ট মন্দিরটিতে সপ্তাহান্তে বিদেশী পর্যটকরা ও আসেন। এই মন্দির প্রাঙ্গনে ভিসা কাউন্সেলিং-এর ব্যবস্থাও রয়েছে।

ভ্রমণ সংক্রান্ত এই ধরণের আরও মজার তথ্য পেতে ট্রিপোটো বাংলার পেজে নজর রাখুন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

ট্রিপোটো বাংলাকে ফেসবুকে ফলো করুন এই লিঙ্কে

(এটি একটি অনুবাদকৃত/ অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)