লাল কাঁকড়া বিচ

Tripoto
1st Aug 2020

লাল কাঁকড়া বিচ

Photo of লাল কাঁকড়া বিচ by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay

যদি একটা দিন আপনি বা আপনারা এক সঙ্গে লাল কাঁকরা দের সাথেই বীচ ক্যাম্প এ কাটাতে চান তো আপনার জন্য আছে এই লাল কাঁকরা বীচ। নিরিবিলি সমুদ্র সৈকতে লাল কাঁকড়া দের কান্ড কারখানা। সাথে সমুদ্রের ধারে রাতের খোলা আকাশের নীচে টেন্টে রাত কাটানোর রোমাঞ্চ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চান তো চলে আসতেই হবে আপনাকে এখানে।

মন্দারমণি পশ্চিমবঙ্গের দিঘার কাছে একটি পর্যটন স্থান, যেখানে সমুদ্র আকাশের সাথে মিলিত হয়। ... মন্দারমণির কাছে একটি অপরিচিত সৈকত রয়েছে, যার নাম দক্ষিণ পুরুষোত্তমপুর। এই গ্রামটিতে পাবেন একটি সুন্দর সমুদ্র সৈকত যেখানে লক্ষ লক্ষ লাল কাঁকড়া পাওয়া যায় ।

আপনি যদি সপ্তাহান্তে কলকাতার অদূরে একাকী, আদিম সমুদ্র সৈকত ঘুরে দেখার জন্য প্রস্তুত থাকেন তবে দক্ষিণ পুরুষসৌতমপুর বিচ আপনার জন্য উপযুক্ত জায়গা।

নগর জীবনের দাবদাহ থেকে অনেক দূরে এই নির্জন সৈকত ধরে হাঁটা এক স্বর্গীয় অভিজ্ঞতা।পর্যটকদের ঝাঁক থেকে বিচ্ছিন্ন এই প্রশান্ত সৈকতে প্রচুর অফার রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হ'ল লাল কাঁকড়া। তারা লক্ষ লক্ষ লোক খুঁজে পেয়ে সমুদ্র সৈকতকে লাল কার্পেটের মতো করে তোলে। এই কারণেই এই সৈকতটি "রেড ক্র্যাব বিচ" নামেও পরিচিত। যদিও কাঁকড়াগুলি সৈকতে খেলছে তবে তারা চারপাশে কোনও শব্দ অনুভব করার সাথে সাথে তাদের গর্তগুলিতে তারা লুকিয়ে পরে।

যাবেন কি ভাবে...

এখন আর এই প্রশ্ন আর মনে হয় কারোর অজানা নয় তাই র বললাম না। কারণ মন্দার মনি যান নি এমন লোক কিন্তু পাওয়া যাওয়া দুষ্কর।

থাকবেন কোথায়

আছে না আমাদের ক্যাম্প আপনাদের জন্য অপেক্ষায়। আমরা তো আছি আপনাদের জন্য। থাকা খাওয়া নিয়ে দিন প্রতি মাত্র ১২০০ টাকায়। আর কি চাইছেন মেনু তে কি থাকবে আরে তার জন্যই তো আসতে হবে এখানে না হলে পস্তাতে হবে....

কোনো কিছু না ভেবে চলে আসুন আগামী ০১.০৮.২০২০ থেকে আবার আপনাদের জন্য খুলে দেয়া হচ্ছে ক্যাম্প। আরে না না চিন্তা করবেন না সমস্ত রকম সরকারি বিধি নিষেধ মেনেই আমরা আপনাদের রাখবো

বিস্তারিত জানতে একটি ফোন করুন এখন তো সব ফ্রী কল ৯৮৩১১৫৯৪০১ / ৮৭৭৭৭৪১৬৭৬....

ফটো : সৌরভ ও ক্যাম্প। কলমে দেব।

Photo of লাল কাঁকড়া বিচ 1/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 2/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 3/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 4/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 5/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 6/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 7/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 8/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay
Photo of লাল কাঁকড়া বিচ 9/9 by যাযাবর দেব -Debjyoti Bandyopadhyay

Further Reads