মুসৌরি
এতদিন রূপকথার গল্পে পড়েছেন যে সিনড্রেলা বা স্লিপিং বিউটি ঘুমোতে যেত তাদের বিরাট ক্যাসল বা দুর্গে। এবার সেই রূপকথা যদি আপনার জীবনে সত্যি হয়ে দাঁড়ায় তাহলে কেমন হবে? আইটিসি গ্রুপের স্যাভয় হোটেলে থাকলে এরকমই মনে হবে। বিশাল বড় হোটেলের মস্ত মিনার, চারদিকে সবুজ গালিচা আর সুন্দর ফুলের বাগান, সবকিছু ছাড়িয়ে এই ঐতিহাসিক শহরের ভিউ, সব মিলিয়ে এমন এক দৃশ্য তৈরি করবে যে আপনি এখানে না থেকে পারবেন না। এখানে নানা রকমের ঘর আছে থাকার জন্য কিন্তু সবগুলো ঘরই খুবই আভিজাত্যে মোড়া। প্রত্যেক ঘরই বেশ বড়, প্রত্যেকটি ঘর থেকেই দারুণ ভিউ দেখা যায়, সঙ্গে রয়েছে লাগোয়া বাথরুম, ব্যক্তিগত বারান্দা যেখানে বসে আপনি বই পড়তে বা খাবার খেতে পারবেন। এর চেয়ে বেশি আর কী-ই বা চাওয়ার থাকতে পারে।
একদম দুর্গের মতো দেখতে এই হোটেল। থাকলেই যেন মন ভাল হয়ে যায়। ছোটবেলার স্বপ্ন পূর্ণ করার মতো এই হোটেল।
সব রকম রেঞ্জের রুম আছে। প্রত্যেকটি ঘর খুবই সুদৃশ্য ও আরামদায়ক।
হোটেলের ডাইনিং রুমটি বিশাল এবং প্রশস্ত। এত সুন্দর করে সাজানো এই ডাইনিং হল যে মনে হয় ইতিহাসের কোনও পুরনো অধ্যায়ে এসে পড়েছি। এখানে বসে খেলে যেন খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানকার ব্রেকফাস্ট বুফেতে রয়েছে হরেক রকমের খাবার।
এখানে রয়েছে বিশেষ রাইটার্স বার। যেখানে নানা স্বাদের অ্যালকোহল পাওয়া যায়। প্রচুর বইও আছে। শীতের আমেজ গায়ে মেখে অ্যালকোহলের উষ্ণ চুমুক আর বই নিয়ে ভাল সময় কাটানো যায়।
এখানে স্পা রয়েছে হোটেলের অন্য একটি অংশে। সত্যি বলতে কী, কয়েক ঘণ্টা জার্নি করে এখানে আসার পর স্পায়ে গিয়ে একটু রিল্যাক্স করতে ভালই লাগে। এখানে নানা রকমের মাসাজ আর বডি স্ক্রাবের প্যাকেজ আছে। মন আর শরীরের আরামের জন্য সওনা বাথও আছে। তবে এই পরিষেবার জন্য আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। আর হোটেলের অতিথিদের জন্যও এই পরিষেবায় কোনও ছাড় নেই। তবে দক্ষ কর্মীদের দিয়ে মাসাজ করানোর জন্য এটুকু টাকা খরচ করাই যায়। বেসিক বডি মাসাজের খরচ পড়বে ৩৩০০ টাকা।
স্পায়ের ঠিক উপরে বিনোদনের জন্য একটি ঘর আছে।এখানে নানা রকমের খেলার সরঞ্জাম আছে। মাঝে মধ্যে হোটেল কর্তৃপক্ষ গ্রুপ অ্যাকটিভিটি যেমন ম্যাজিক শো, বনফায়ার, ব্যাডমিন্টন এগুলোর আয়োজন করে।
এই হোটেল ইতিহাস এবং কল্পনার এক দারুণ মিশ্রণ। স্মৃতি এবং অনুপ্রেরণার উৎস। আপনি রাজকীয় অনুভব করবেন যখন কয়েক দশক আগে প্রথম ব্যবহৃত টেপস্ট্রি-হ্যাং ডাইনিং রুমে আসবেন বা একটি ফোর পোস্টার বিছানায় ঘুমবেন, সিঁড়ি দিয়ে নামবেন বা উঠবেন বা রাতের খাবার উপভোগ করবেন, সবেতেই নিজেকে স্পেশ্যাল মনে হবে।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)