বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে!

Tripoto
Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! 1/5 by Deya Das

আকাশের তখন মুখ ভার! মেঘের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা। আর মেঘ তো কেঁদেই সাড়া। ঠিক সেই সময় আমাদের গাড়িটি জাতীয় সড়ক ধরে এগোচ্ছে মাদিকেরি পথে, সঙ্গে রিম ঝিম গিরে শাওন-এর হালকা সুর ভেসে আসছে। ঘন মেঘে আচ্ছন্ন পর্বতমালার মাঝখান দিয়ে গাড়ি এগিয়ে যেতে লাগল। তার মাঝেই দেখা দিলে ঘন সবুজ কুয়াশার চাদরে ঢাকা পশ্চিমঘাট পর্বতমালা। একে বর্ষা তার উপর পাহাড়, এমন অবস্থায় কি নিজেকে ধরে রাখা যায়? গাড়ি থামিয়ে নেমে পরা হল মাঝ রাস্তায়। বর্ষায় লাস্যময়ী পাহাড়ের সৌন্দর্য হয়ত ভাষায় প্রকাশ করা যায় না। তাই কিছুক্ষণ দুচোখ ভরে সেই প্রাকৃতিক সৌন্দর্যের রূপ আস্বাদন করার পর বৃষ্টিস্নাত হয়ে উঠে পরলাম গাড়িতে। বৃষ্টিতে ভেজার পর থেকেই শরীর মন চাঙ্গা করার জন্য খুঁজতে লাগলাম কফির দোকান। শুনেছি সমতল ঢালু জমি, দু'পাশে গাছের ছায়ায় জন্ম নেওয়া এখানকার কফি বাগানের কফি না কি ভারত বিখ্যাত। এতক্ষণে হয়ত আপনার বুঝে গিয়েছেন আজ আমরা পাড়ি দিয়েছি কুর্গের পথে, যার আঞ্চলিক নাম কুডাগু

Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! 2/5 by Deya Das

পরিচিতি পর্ব- কুর্গ-

Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! 3/5 by Deya Das

১৯৫০ সালের ২রা জানুয়ারি কুর্গ প্রদেশ কুর্গ রাজ্যে পরিণত হয়। এটি ভারতবর্ষের অন্যতম একটি প্রাক্তন রাজ্য হিসেবে পরিচিত, যার রাজধানী মাদাকারি। ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী কুর্গ রাজ্যটি বিলুপ্ত হয়ে মহীশূর রাজ্যের সাথে একত্রিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার এই হিল স্টেশনটি বর্তমানে কর্ণাটক রাজ্যের একটি জেলায় রূপান্তরিত হয়েছে, যা ‘ভারতের স্কটল্যান্ড’ নামে পরিচিত। প্রধানত কর্ণাটক রাজ্যের এই জেলাটি কফির জন্য বিখ্যাত। এখানে অরেবিকা ( মাইল্ড ফ্লেভার), বরাষ্টা ( স্ট্রং ঠিক ফ্লেভার) এই দুই ধরনের কফি পাওয়া যায়।

Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! 4/5 by Deya Das

কুর্গ থেকে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ‘থাডিয়ানডামল’ (৫৭৪০ ফুট)-কে দেখা যায়। তবে বর্ষাকালে কুর্গের প্রাকৃতিক শোভা অবর্ণনীয়।

Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! 5/5 by Deya Das

বিখ্যাত কিছু জায়গা-

১. অ্যাবি জলপ্রপাত-

Photo of Abbey Falls, near rto office, Madikeri, Karnataka, India by Deya Das

২. ইরূপপু জলপ্রপাত-

Photo of Iruppu, Tamil Nadu, India by Deya Das

৩. রাজা'স সিট-

Photo of Raja's Seat, Stuart Hill, Madikeri, Karnataka, India by Deya Das

৪. হারাঙ্গি ড্যাম-

Photo of Harangi Dam, Karnataka by Deya Das

৫. মণ্ডলপট্টি ভিউপয়েন্ট-

Photo of Mandalpatti, Hammiyala, Karnataka by Deya Das

৬. নাগরহোল জাতীয় উদ্যান-

Photo of Nagarhole National Park And Tiger Reserve, Mysore - Madikeri Rd, Hunsur, Karnataka, India by Deya Das

৭. মাদিকেরি ফোর্ট-

Photo of Madikeri Fort, Fort, Stuart Hill, Madikeri, Karnataka, India by Deya Das

৮. ব্রহ্মাগিরি পর্বতমালা-

Photo of Bramhagiri Mountain Trimbakeshwar, Metghar Killa, Maharashtra, India by Deya Das

৯. পুষ্পগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য-

Photo of Pushpagiri Forest Office, Kumara Parvatha Mountain Road, Kumarahalli, Karnataka, India by Deya Das

১০. নামদরোলিং মনেস্ট্রি-

Photo of Namdroling Monastery Golden Temple, Arlikumari, Bylakuppe, Karnataka, India by Deya Das

১১. ওমকারেশ্বর মন্দির-

Photo of Omkareshwar Temple, Western Express Highway, Below Below National Park Flyover, Opposite Opp. National Park Gate,, Sukarwadi, Borivali East, Mumbai, Maharashtra, India by Deya Das

১২. রাজার সমাধি-

Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! by Deya Das

১৩. চিকলিহোল রিজার্ভর-

Photo of Chiklihole Dam Coorg, Attur Forest, Karnataka, India by Deya Das

১৪. কাউভারি নিঃসর্গধামা-

Photo of বর্ষার আনন্দ উপভোগ করুন কুর্গে! by Deya Das

ভ্রমণের আদর্শ সময়-

জুন থেকে সেপ্টেম্বর মাস। তবে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে যেতে হবে।

কীভাবে পৌঁছবেন-

কুর্গ- এর নিজস্ব কোন রেলস্টেশন বা এয়ারপোর্ট নেই। তাই আপনি আপনার সবচেয়ে কাছের বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার টিকেট কাটতে পারেন বা ব্যাঙ্গালোর পৌঁছনো ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে পারেন। ব্যাঙ্গালোর পৌঁছে সেখান থেকে বাস বা ট্যাক্সিতে করে ২৮৬ কিলোমিটার পথ অতিক্রম করলে পৌঁছে যাবেন মাদিকেরিতে।

এছাড়াও ব্যাঙ্গালোর থেকে মাঙ্গালোর হয়েও আপনি পৌঁছতে পারেন।

এই বর্ষায় সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার জন্য মন খারাপ করলে ঘুরে আসুন কুর্গের এই জায়গাগুলি। আর ঘুরে আসার পরে অবশ্যই আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে একদম ভুলবেন না। নীচে আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিলাম-

https://www.tripoto.com/bn

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।