সরস্বতী পুজোর আগে ভারতের এই বিখ্যাত বিদ্যার দেবীর মন্দিরে মানস ভ্রমণ করে নিন

Tripoto

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, সরস্বতী পুজোর দিন সকাল থেকেই স্কুলের অলিন্দ থেকে বাড়ির চৌহদ্দিতে শোনা যায় এই মন্ত্র। করোনার আবহে সবারই একটু মন খারাপ হচ্ছিল যে আদৌ এই পুজো করা সম্ভব হবে কিনা। ভাল খবর হল এটাই যে আমাদের এখানে সরকার পুজো করার অনুমতি দিয়েছেন এবং স্কুলও খুলে যাচ্ছে। বাঙালির কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এ হল বাঙালির একান্ত প্রেম দিবস। তবে সে সব নিয়ে নানা কথা আপনি শুনেছেন। সরস্বতী পুজোর আবহের সঙ্গে যদি একটু বেড়ানোর প্রসঙ্গ জুড়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? জানেন কি আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিখ্যাত কয়েকটি সরস্বতী মন্দির? তাহলে সেই সব মন্দিরেই একটু ঘুরে আসা যাক।

১) জ্ঞান সরস্বতী মন্দির, বাসার (তেলেঙ্গানা)

picture courtesy: Wikipedia

Photo of Basar, Telangana, India by Doyel Banerjee

পুরাণ বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর মহাঋষি বেদব্যাস ও বিশ্বামিত্র এখানে পাঁচ হাজার বছর ছিলেন। সেখানেই এই মন্দির স্থাপিত হয়। স্থানীয় বাবা মায়েরা ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার আগে এখান থেকে প্রথম অক্ষর লিখিয়ে যান।

২) শ্রিঙ্গেরি শারদম্ব মন্দির, চিকমাগালুর (কর্ণাটক)

image courtesy: Wikipedia

Photo of Chikmagalur, Karnataka, India by Doyel Banerjee

কর্ণাটকের চিকমাগালুরে রয়েছে এই মন্দির। যেখানে দেবী পূজিতা হন ললিতকলা ও শুদ্ধতার অধিষ্ঠাত্রী হিসেবে। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে দেবীর মূর্তি চন্দন কাঠের তৈরি।

৩) শ্রী সারদা দেবী মন্দির, মাইহার (মধ্যপ্রদেশ)

image courtesy: Holiday Travel India

Photo of Maihar, Madhya Pradesh, India by Doyel Banerjee

মধ্যপ্রদেশের চিত্রকূট অঞ্চলের এই মন্দির খুব বিখ্যাত। স্থানীয়রা এই দেবীকে বলেন মাইহার দেবী। বসন্ত পঞ্চমীতে অনেক বড় উৎসব হয় এখানে।

৪) সরস্বতী মন্দির, পুষ্কর ( রাজস্থান)

অনেকেই জানেন যে ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির আছে পুষ্করে। তাই তাঁর পাশেই স্থান পেয়েছে ব্রহ্মার স্ত্রী সরস্বতীর মন্দির।

৫) দক্ষিণা মুকাম্বিকা মন্দির, এরনাকুলাম (কেরালা)

image courtesy: Wikipedia

Photo of Ernakulam, Kerala, India by Doyel Banerjee

কেরালার সবচেয়ে জনপ্রিয় ও জাগ্রত সরস্বতী মন্দির এটি। অত্যন্ত ধুমধাম সহ এখানে পালিত হয় নবরাত্রি। বিজয়াদশমীর দিন দেবীর সামনে বইপত্র রেখে অনেক নতুন শিক্ষার্থী তাদের প্রথম অক্ষর জ্ঞান লাভ করে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন

Further Reads

Related to this article
Places to Stay in Adilabad,Weekend Getaways from Adilabad,Places to Visit in Adilabad,Things to Do in Adilabad,Adilabad Travel Guide,Places to Visit in Telangana,Things to Do in Telangana,Telangana Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Things to Do in Chikmagalur,Chikmagalur Travel Guide,Weekend Getaways from Chikmagalur,Places to Visit in Chikmagalur,Places to Stay in Chikmagalur,Weekend Getaways from Chikkamagaluru,Places to Visit in Chikkamagaluru,Places to Stay in Chikkamagaluru,Things to Do in Chikkamagaluru,Chikkamagaluru Travel Guide,Places to Visit in Karnataka,Places to Stay in Karnataka,Things to Do in Karnataka,Karnataka Travel Guide,Places to Stay in Maihar,Weekend Getaways from Maihar,Maihar Travel Guide,Places to Visit in Maihar,Things to Do in Maihar,Places to Visit in Madhya pradesh,Places to Stay in Madhya pradesh,Things to Do in Madhya pradesh,Madhya pradesh Travel Guide,Weekend Getaways from Pushkar,Places to Visit in Pushkar,Places to Stay in Pushkar,Things to Do in Pushkar,Pushkar Travel Guide,Weekend Getaways from Ajmer,Places to Visit in Ajmer,Places to Stay in Ajmer,Things to Do in Ajmer,Ajmer Travel Guide,Places to Stay in Rajasthan,Places to Visit in Rajasthan,Things to Do in Rajasthan,Rajasthan Travel Guide,Weekend Getaways from Ernakulam,Places to Visit in Ernakulam,Places to Stay in Ernakulam,Things to Do in Ernakulam,Ernakulam Travel Guide,Places to Visit in Kerala,Places to Stay in Kerala,Things to Do in Kerala,Kerala Travel Guide,