আমরা প্রত্যেকে নিজেদেরকে একটু অন্যভাবে সাজিয়ে তুলতে বরাবরই ভালোবাসি। আর আমাদের সেই সাজের অন্যতম অস্ত্র হল শাড়ি। কাজের সূত্রেই হোক বা অনুষ্ঠান বাড়ি উপলক্ষ্যেই হোক নতুন নতুন শাড়ির কিনে আলমারির ভরিয়ে তোলার কাজে কিন্তু আমরা বেশ পটু। তবে এই সবকিছুর মাঝখানেও এমন কিছু শাড়ি রয়েছে যেগুলি হয়তো এখনও আমাদের শাড়ির সম্ভারে স্থান পায় নি। সেগুলি কী কী জেনে নিতে হলে ঝটপট নিচের তালিকায় চোখ রাখুন-
আশা করি এতক্ষনে জানতে পেরে গিয়েছেন আপনার প্রিয় শাড়ি তালিকায় এখনও কোন কোন শাড়ি কেনা বাকি রয়ে গিয়েছে। আর সেগুলি কোন জায়গায় পাবেন তাও আমি আপনাদের জানিয়ে দিলাম। তাহলে নিজেকে উপহার দেওয়ার জন্য বা পছন্দের মানুষের কাছ থেকে নিজের জন্য উপহার নিতে যে শাড়িগুলি আপনার পছন্দ তার একটা তালিকা শীঘ্রই তৈরি করে ফেলুন, আর আলমারির যে পাশটা এখনও ফাঁকা রয়েছে তা ভর্তি করে ফেলুন।