সুইডেন প্রতিনিয়ত পর্যটকদের জন্য উন্মুক্ত করে চলেছে তার প্রবেশদ্বার...

Tripoto

হাজার হাজার উপকূলবর্তীয় দ্বীপ, আভ্যন্তরীণ হ্রদ, সুবিশাল বোরিয়াল অরণ্য এবং তুষারাবৃত পর্বতশৃঙ্গ নিয়ে গড়ে উঠেছে স্বপ্নের দেশ সুইডেন। এই সেই জায়গা যেখানে আপনি যেমন ঝলমলে তারার নীচে রাত্রি যাপন করতে পারবেন, আবার লেকের মধ্যে সাঁতার কাটতেও পারবেন। আবার বাগানে বসে সুস্বাদু বেরিস খেতে পারবেন। শুধু তাই নয় এখানে আপনি অবাধে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবেন। এই সবকিছু ছাড়াও সুইডেন সম্বন্ধে জানার জন্য বা সেখানে থাকার ব্যবস্থাপনা কীরকম তা খোঁজ নেওয়ার জন্য ‘AirBnB’-র সাহায্য নিতে পারেন।

সুইডেনের প্রাকৃতিক পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of Sweden by Deya Das

ঠিক যেন কোনও আঁকা ছবি (ছবি সংগৃহীত)

Photo of Sweden by Deya Das

ছবি সংগৃহীত

Photo of Sweden by Deya Das

ছবি সংগৃহীত

Photo of Sweden by Deya Das

'Visit সুইডেন' এবং AirBnB একসঙ্গে পর্যটকদের জন্য ক্যাম্পেন করে থাকে, যেখানে আপনি নিজের ইচ্ছা মতো ক্যাম্প হাইক ছাড়াও প্রচুর পরিমাণে মাশরুম এবং বেরি সংগ্রহ করতে পারেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এটি সুইডেনের একটি পুরনো আইন যার সাহায্যে আপনি এখানকার সৌন্দর্য অন্বেষণ করতে পারেন কোনও রকম হোটেল বা রাত কাটানোর জায়গা বুক না করেই।

Photo of সুইডেন প্রতিনিয়ত পর্যটকদের জন্য উন্মুক্ত করে চলেছে তার প্রবেশদ্বার... by Deya Das

ভ্রমণকারীরা এখানে এসে যে কোনও জায়গায় তাঁবু খাটিয়ে থাকতে পারেন। তবে এখানকার নীতি ‘ডু নট ডিস্টার্ব এন্ড ডু নট ডেসট্রয়’ অর্থাৎ কাউকে কোনওভাবে উত্ত্যক্ত করা বা কোনও কিছুর ক্ষতি করা যাবে না; আর আপনাকে সেটি মেনে চলতে হবে।

ইউএসএ টুডে-তে সুইডেনের রাষ্ট্রপতি জেনি কায়সার বলেছেন, “আপনারা যে কোনও জায়গায় ক্যাম্প, হাইক করতে পারেন বা বেরিজ তুলতে পারেন, তবে কোন গৃহের কাছে, চাষের জমিতে অথবা পশুদের চারণভূমিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ”

‘ফ্রিডম টু রোম ’ বা ‘ঘোরাফেরা করার স্বাধীনতা’ টি বাস্তবে ঠিক কী:-

আপনি কী কী করতে পারবেন?

• যে কোনও জায়গায় আপনি স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়াতে পারেন শুধুমাত্র ব্যক্তিগত আবাসন ছাড়া।

• তাঁবুতে থাকার ব্যবস্থা করতে পারবেন।

• বিভিন্ন প্রজাতির ফুল মাশরুম এবং বেরিজ সংগ্রহ করতে পারবেন।

• যতক্ষণ না কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন ততক্ষণ আপনি ব্যক্তিগত রাস্তায় গাড়ি চালাতে পারবেন।

• উপকূলবর্তী রেখার পার্শ্ববর্তী অঞ্চলে এবং বড় পাঁচটি হ্রদে আপনার মাছ ধরার অনুমতি রয়েছে।

এই উদ্ভাবনীয় ক্যাম্পেন আপনাকে মনে করিয়ে দেবে ৭৯ দিন ধরে চলা সুইডেনের পূর্বাঞ্চলের ক্যাম্পেনের কথা, যা ‘দ্য সুইডিশ নাম্বার’ নামে পরিচিত। এখানে আসার পরে আপনাকে একটা সুইডেনের নম্বর প্রদান করা হবে, যা দিয়ে আপনি পৃথিবীর যে কোনও জায়গায়, যে কোনও দেশে, যে কোনও মানুষের সঙ্গে বিনামূল্যে কথোপকথন করতে পারবেন।

যেখানে অন্যান্য দেশগুলি ভ্রমণকারীদের কাছ থেকে বিভিন্ন স্থান ভ্রমণের জন্য ট্যাক্স নিয়ে থাকে; সেখানে সুইডেন এই সমস্ত মানুষদের জন্য তৈরি করেছে এক অবাধ প্রবেশ দ্বার। এখানে প্রবেশ করার পরে প্রত্যেক ভ্রমণকারীর সঙ্গে সাক্ষাৎ ঘটবে অপরূপ পর্বত এবং নয়নাভিরাম হ্রদের সঙ্গে।

যদি আপনি এখন অবধি গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য কোনও জায়গা নির্বাচন না করেন এবং কোনও বিমানের টিকিট না কেটে থাকেন, তাহলে বলব ব্যাগ গুছিয়ে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন এই আশ্চর্যজনক সুইডিশ অঞ্চলগুলোর খোঁজে, যেটি হয়তো কিছুটা স্বল্প খরচে সম্ভব হলেও হতে পারে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত / অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads